রাশিয়ার প্রেসিডেন্টের নতুন চ্যালেঞ্জ
- By Jamini Roy --
- 20 December, 2024
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সংশয়ের জবাবে তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন এই চ্যালেঞ্জ জানান। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটি ও ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন করেন, পশ্চিমা বিশেষজ্ঞদের ওরেশনিক ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নিয়ে সংশয়ের ব্যাপারে। জবাবে পুতিন বলেন, ‘যেসব পশ্চিমা বিশেষজ্ঞ ওরেশনিকের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করছেন, তাদের নিয়োগকর্তাদের উদ্দেশে আমি বলব- আসুন আমরা একটা দ্বৈরথের আয়োজন করি। আপনারা কিয়েভে একটি লক্ষ্যবস্তুকে বাছাই করবেন এবং আপনাদের কাছে সর্বাধুনিক যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা রয়েছে, সবগুলো মোতায়েন করবেন- আর আমরা এখান থেকে আপনাদের বাছাই করা টার্গেটকে লক্ষ্য করে ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ব। তারপর দেখুন কী হয়। আমরা এ ধরনের একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা (পশ্চিম) প্রস্তুত তো?’